ফের অশান্ত বীরভূম, গ্রাম দখলকে কেন্দ্র করে উত্তাল বাহিরি গ্রাম

Updated By: Jun 16, 2015, 09:18 AM IST
ফের অশান্ত বীরভূম, গ্রাম দখলকে কেন্দ্র করে উত্তাল বাহিরি গ্রাম

ব্যুরো: ফের অশান্ত বীরভূম। পারুই, নানুর, মাখড়ার পর এবার বাহিরি। গতকাল রাতে গ্রামদখলকে কেন্দ্র করে বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডবে অশান্ত হয়ে ওঠে বীরভূমের বাহিরি গ্রাম। রাতভর দফায় দফায় চলে বোমাবাজি ও গুলি। গুলি ও বোমায় কেঁপে ওঠে গোটা গ্রাম।

গ্রামবাসীদের পাল্টা প্রতিরোধে আহত হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। এমনটাই দাবি গ্রামবাসীদের। গুলি ও বোমায় আহত দুষ্কৃতীদের কয়েকজনকে রাতেই তুলে নিয়ে যায় বহিরাগতরা। রাতভর তাণ্ডব চললেও গ্রামে ঢুকতে পারেনি পুলিস। আজ সকালে এলাকায় ঢোকে পুলিস। ঘটনাস্থল থেকে বোমাভর্তি থলি উদ্ধার হয়েছে। রাস্তায় ছড়িয়ে রয়েছে কার্তুজের খোল।  

 

.