বেলা ৩ টে থেকে প্রকাশিত হতে চলেছে জয়েন্টের ফলাফল

২০১৫ WBJEE পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আজ। বেলা ৩ টে থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। www.wbjeeb.in-এই ওয়েবসাইটেই জানা যাবে জয়েন্টের ফলাফল। 

Updated By: Jun 5, 2015, 01:55 PM IST
বেলা ৩ টে থেকে প্রকাশিত হতে চলেছে জয়েন্টের ফলাফল

কলকাতা: ২০১৫ WBJEE পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আজ। বেলা ৩ টে থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। www.wbjeeb.in-এই ওয়েবসাইটেই জানা যাবে জয়েন্টের ফলাফল। 

স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, ফার্মেসি, আর্কিটেকচার, ডেন্টাল প্রভৃতি বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হওয়ার জন্য জয়েন্ট এনট্রান্স পরীক্ষা দিয়েছেন লক্ষাধিক ছাত্রছাত্রী। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন এই পরীক্ষা পরিচালনা করে। ১৯৬২ সালে WBJEEB গঠন করা হয়েছিল। এরপর থেকে WBJEEB- ই জয়েন্ট পরীক্ষা পরিচালনা করে। 

ফল ঘোষণা হওয়ার পরই ছাত্রছাত্রীরা www.wbjeeb.in-এই ওয়েবসাইটে নিজেদের ফলাফল জানতে পারবেন।           

সকল পরীক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা।  

.