বিনা চিকিৎসায় মৃত চা বাগানের শ্রমিক

বানারহাটের বন্ধ রেড ব্যাঙ্ক চা বাগানে মৃত্যু হল চা শ্রমিক ফুলো ওঁরাওয়ের। ৪৮ বছরের ওই শ্রমিকের বিনা চিকিত্‍সায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। গত বছর অক্টোবর মাসে বন্ধ এই চা বাগান অধিগ্রহণ করে রাজ্য সরকার। এর আগে অনাহার-অর্ধাহারে  মৃত্যু হয় ৪৯ জন শ্রমিকের। বাগান অধিগ্রহণের পর শ্রমিকদের জন্য মাসিক ভাতা ও রেশন চালু করে রাজ্য সরকার। তবে শ্রমিকদের অভিযোগ, বাগানে চিকিত্‍সার পরিকাঠামো নেই। রাজ্য সরকার অধিগ্রহণ করার পর এই নিয়ে তিন জন শ্রমিকের মৃত্যু হল এই চা বাগানে।

Updated By: Jun 5, 2015, 12:09 PM IST
বিনা চিকিৎসায় মৃত চা বাগানের শ্রমিক

ওয়েব ডেস্ক: বানারহাটের বন্ধ রেড ব্যাঙ্ক চা বাগানে মৃত্যু হল চা শ্রমিক ফুলো ওঁরাওয়ের। ৪৮ বছরের ওই শ্রমিকের বিনা চিকিত্‍সায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। গত বছর অক্টোবর মাসে বন্ধ এই চা বাগান অধিগ্রহণ করে রাজ্য সরকার। এর আগে অনাহার-অর্ধাহারে  মৃত্যু হয় ৪৯ জন শ্রমিকের। বাগান অধিগ্রহণের পর শ্রমিকদের জন্য মাসিক ভাতা ও রেশন চালু করে রাজ্য সরকার। তবে শ্রমিকদের অভিযোগ, বাগানে চিকিত্‍সার পরিকাঠামো নেই। রাজ্য সরকার অধিগ্রহণ করার পর এই নিয়ে তিন জন শ্রমিকের মৃত্যু হল এই চা বাগানে।

 

.