অবৈধভাবে শিশু দত্তক ও কেনাবেচার অভিযোগ, জলপাইগুড়ির হোমে তদন্তে পুলিস

জলপাইগুড়ির হোমে শিশু নিখোঁজ কাণ্ডের তদন্ত শুরু করল পুলিস। তদন্ত শুরু হল নিয়ম না মেনে দত্তক দেওয়ার বিরুদ্ধেও। জেলার একমাত্র SPECIALISED ADOPTION AGENCY-র বিরুদ্ধে অভিযোগ CHILD WELFARE COMMITTEE-র। আরও পড়ুন- রূপান্তরকামী, তাই পরীক্ষায় বসতে পারছেন না ত্রিবেণীর অত্রি  

Updated By: Dec 9, 2016, 08:22 AM IST
অবৈধভাবে শিশু দত্তক ও কেনাবেচার অভিযোগ, জলপাইগুড়ির হোমে তদন্তে পুলিস

ওয়েব ডেস্ক: জলপাইগুড়ির হোমে শিশু নিখোঁজ কাণ্ডের তদন্ত শুরু করল পুলিস। তদন্ত শুরু হল নিয়ম না মেনে দত্তক দেওয়ার বিরুদ্ধেও। জেলার একমাত্র SPECIALISED ADOPTION AGENCY-র বিরুদ্ধে অভিযোগ CHILD WELFARE COMMITTEE-র। আরও পড়ুন- রূপান্তরকামী, তাই পরীক্ষায় বসতে পারছেন না ত্রিবেণীর অত্রি  

 

অবৈধভাবে শিশু দত্তক দেওয়া ও কেনাবেচার অভিযোগ খতিয়ে দেখতে গতকাল NORTH  BENGAL PEOPLE'S DEVELOPMENT CENTRE-এর অফিসে যায় কোতোয়ালি থানার পুলিস। নথি সংগ্রহ করেন তাঁরা। এরপরই সাংবাদিক সম্মেলন করে ওই সংস্থার পক্ষ থেকে CHILD WELFARE COMMITTEE-র বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়। তাঁদের অভিযোগ, CHILD WELFARE COMMITTEE-র সদস্য সুবোধ ভট্টাচার্য টাকা দাবি করেন। সেই টাকা না মেটানোই অভিযোগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন CHILD WELFARE COMMITTEE-র সদস্য সুবোধ ভট্টাচার্য। পুলিস গোটা বিষয়টি খতিয়ে দেখছে। 

.