অবৈধ বালি খাদানে পুলিসের অভিযান, বাজেয়াপ্ত বালিবোঝাই লরি সহ JCB মেশিন
অবৈধ বালি খাদান অভিযানে গিয়ে পুলিসের কোপে ডেপুটি ম্যাজিস্ট্রেট। কেতুগ্রাম থানার IC-র বিরুদ্ধে। গত মঙ্গলবার চরখি গ্রামে অভিযান চালান ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব সরকারের নেতৃত্বে একটি দল। অজয় নদের পাড়ে একটি JCB মেশিন সহ বালিবোঝাই লরি বাজেয়াপ্ত করেন তাঁরা।
ওয়েব ডেস্ক: অবৈধ বালি খাদান অভিযানে গিয়ে পুলিসের কোপে ডেপুটি ম্যাজিস্ট্রেট। কেতুগ্রাম থানার IC-র বিরুদ্ধে। গত মঙ্গলবার চরখি গ্রামে অভিযান চালান ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব সরকারের নেতৃত্বে একটি দল। অজয় নদের পাড়ে একটি JCB মেশিন সহ বালিবোঝাই লরি বাজেয়াপ্ত করেন তাঁরা।
ব্যাপক উত্তেজনা ছড়ায়। JCB মেশিনটি ছিনিয়ে নিয়ে যায় কয়েকজন। কেতুগ্রাম থানার পুলিসের হাতে বাজেয়াপ্ত লরিটি তুলে দেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। গতকাল কাটোয়া মহকুমাশাসকের কাছে এক ব্যক্তি অভিযোগ জানায়, ২৫ হাজার টাকা ঘুষ না দেওয়ায় বালিবোঝাই লরি ছিনতাই করেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সন্দেহ হওয়ায়, বানেশ্বর মাঝি নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন মহকুমাশাসক। জেরার মুখে ভেঙে পড়ে বানেশ্বর। মহকুমাশাসককে সে জানায়, কেতুগ্রামের IC-র পরামর্শেই সে এই কাজ করেছে। বানেশ্বর এবং তাঁর সঙ্গী সুজিত মণ্ডলকে আটক করেন মহকুমাশাসক। পরে তাঁদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনায় হতবাক জেলা প্রশাসন। একজন পুলিস অফিসার কীভাবে প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে এমন পরামর্শ দেন? ঘটনার তদন্ত শুরু হয়েছে।