রামপুরহাট হাসপাতালে শিশু বদল, মায়ের দাবি পরীক্ষা করা হোক DNA

ফের রামপুরহাট হাসপাতালে শিশু বদল ঘিরে উত্তেজনা। উনষাট নম্বর শিশুর মাকে দেওয়া হয় ছাপান্ন নম্বর শিশু। তবে সেই শিশুকে নিজের বলে গ্রহণ করতে অস্বীকার করেন উনষাট নম্বর রোগীর পরিবার। পরিস্থিতির গুরুত্ব বুঝে ছাপান্ন নম্বর শিশুর রক্ত পরীক্ষা করার নির্দেশ দেন হাসপাতাল সুপার সুবোধ মণ্ডল। যদিও খোয়া যাওয়া শিশুর মা দাবি করেন ডিএনএ পরীক্ষার। আর এ ঘটনায় আবারও সরকারি হাসপাতালের গাফিলতি সামনে চলে এলো। যদিও কর্তব্যরত নার্সদের সাফাই, কাজের চাপ থাকায় নম্বর লেখার সময় ভুল হয়ে থাকতে পারে।

Updated By: Dec 11, 2015, 08:23 AM IST
রামপুরহাট হাসপাতালে শিশু বদল, মায়ের দাবি পরীক্ষা করা হোক DNA

ওয়েব ডেস্ক: ফের রামপুরহাট হাসপাতালে শিশু বদল ঘিরে উত্তেজনা। উনষাট নম্বর শিশুর মাকে দেওয়া হয় ছাপান্ন নম্বর শিশু। তবে সেই শিশুকে নিজের বলে গ্রহণ করতে অস্বীকার করেন উনষাট নম্বর রোগীর পরিবার। পরিস্থিতির গুরুত্ব বুঝে ছাপান্ন নম্বর শিশুর রক্ত পরীক্ষা করার নির্দেশ দেন হাসপাতাল সুপার সুবোধ মণ্ডল। যদিও খোয়া যাওয়া শিশুর মা দাবি করেন ডিএনএ পরীক্ষার। আর এ ঘটনায় আবারও সরকারি হাসপাতালের গাফিলতি সামনে চলে এলো। যদিও কর্তব্যরত নার্সদের সাফাই, কাজের চাপ থাকায় নম্বর লেখার সময় ভুল হয়ে থাকতে পারে।

 

.