মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও গোষ্ঠীদ্বন্দ্ব চরমে

পঞ্চায়েত ভোটের আগে দলে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ ভোট শুরুর মাত্র কয়েকদিন আগে বর্ধমানের গলসিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। দলেরই এক গোষ্ঠীর হামলার ভয়ে নিরাপত্তা চেয়ে জেলা পুলিস সুপারের দ্বারস্থ হলেন গলসির বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। এঘটনা ঘটেছে রামগোপালপুর এলাকায়।

Updated By: Jul 5, 2013, 05:12 PM IST

পঞ্চায়েত ভোটের আগে দলে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ ভোট শুরুর মাত্র কয়েকদিন আগে বর্ধমানের গলসিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। দলেরই এক গোষ্ঠীর হামলার ভয়ে নিরাপত্তা চেয়ে জেলা পুলিস সুপারের দ্বারস্থ হলেন গলসির বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। এঘটনা ঘটেছে  রামগোপালপুর এলাকায়।   
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে গলসির রামগোপালপুরের বাসিন্দারা।  এলাকা দখলকে কেন্দ্র করে চলছে বাইক বাহিনীর টহলদারি, বোমাবাজি।  অভিযোগ, দুপক্ষই বাইরে থেকে দুষ্কৃতী এনে ক্ষমতা জাহির করছে। দুপক্ষের সংঘর্ষের জেরে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি।  হেনস্থার শিকার হচ্ছেন বাড়ির মহিলারাও। এবিষয়ে পুলিসকে জানিয়েও লাভ হয়নি, অভিযোগ বাসিন্দাদের।
সংঘর্ষ বন্ধ হয়ে অভিলম্বে শান্তি ফিরুক এলাকায়, এটাই দাবি এলাকার বাসিন্দাদের।
 

.