মাঘের বাঘা শীতে আরও নামল পারদ

পৌষ সংক্রান্তির রেকর্ড ভাঙল মাঘ পয়লা। মাঘের বাঘা শীতে আরও নামল পারদ। সেই পতনের হাত ধরে রবিবারই হল মরসুমের শীতলতম দিন। আবহাওয়া দফতর বলছে, জাঁকিয়ে শীত চলবে আরও দুদিন।

Updated By: Jan 15, 2017, 07:37 PM IST
মাঘের বাঘা শীতে আরও নামল পারদ

ওয়েব ডেস্ক: পৌষ সংক্রান্তির রেকর্ড ভাঙল মাঘ পয়লা। মাঘের বাঘা শীতে আরও নামল পারদ। সেই পতনের হাত ধরে রবিবারই হল মরসুমের শীতলতম দিন। আবহাওয়া দফতর বলছে, জাঁকিয়ে শীত চলবে আরও দুদিন।

ওপেন করতে নেমে প্রথম বলেই ছক্কা মাঘের। উত্তুরে হাওয়ার পাটা পিচে শীতের ঝোড়ো ব্যাটিং চলছেই। আবহাওয়া দফতর বলছে, আরও দুদিন জারি থাকবে শীতের দাপট। পৌষ সংক্রান্তিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। মাঘ পয়লায় তা নেমে দাঁড়ায় ১১.২ ডিগ্রিতে। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। চলতি মরসুমে মাঘ পয়লাই হল শীতলতম দিন।

আরও পড়ুন প্রভুর জীবন বাঁচাল পোষ্য, সত্যিই মানুষের প্রিয়বন্ধু কুকুর

কলকাতার লোকজন শীতবিলাসে ডুব দিলেও, জেলায় জবুথবু দশা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি কম। আগামী ৪৮ ঘণ্টা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমানের পশ্চিমাংশে শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস

পুরুলিয়া ৬.৮ ডিগ্রি সেলসিয়াস

পানাগড় ৭

বাঁকুড়া ৮.৪

আরও পড়ুন ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাট করে বিরাট স্কোর ইংরেজদের

বর্ধমান ৮.৮

গঙ্গাসাগর ৯ ডিগ্রি সেলসিয়াস

হলদিয়া ১০.১

দমদম ১০.২

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি কম। রবিবার কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি ৭.২। শীতের এই ফর্মের জন্য অনুকূল পরিস্থিতিকেই ক্রেডিট দিচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা বলছেন শীত উপভোগের এটাই মাহেন্দ্রক্ষণ। কারণ ৪৮ ঘণ্টা পেরোলেই আবার চড়তে শুরু করবে তাপমাত্রা।

.