বর্ধমানের রসুলপুরে বালিবোঝাই ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু
পথদুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিস-জনতা খণ্ডযুদ্ধে ধুন্ধুমার বর্ধমানের রসুলপুরে। বেপরোয়া ট্রাক পিষে দেয় ওই কলেজ ছাত্রীকে। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিসের তোলাবাজি এড়াতেই বেলাগাম গতিতে ছুটে আসছিল লরিটি।
ওয়েব ডেস্ক: পথদুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিস-জনতা খণ্ডযুদ্ধে ধুন্ধুমার বর্ধমানের রসুলপুরে। বেপরোয়া ট্রাক পিষে দেয় ওই কলেজ ছাত্রীকে। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিসের তোলাবাজি এড়াতেই বেলাগাম গতিতে ছুটে আসছিল লরিটি।
বেপরোয়া ট্রাক নিল প্রাণ। বর্ধমানের রসুলপুরে বালিবোঝাই ট্রাকের ধাক্কায় মেমারি কলেজের ছাত্রীর মৃত্যু। কেন এই দুর্ঘটনা? স্থানীয়দের অভিযোগ, পুলিসের তোলাবাজি এড়াতেই এদিন বেপরোয়া গতি নিয়েছিল লরিটি।
এর পরেই ক্ষুব্ধ জনতা দেহ নিয়ে পথ অবরোধ করে। অবরোধ হটাতে পৌঁছয় পুলিস-কেন্দ্রীয় বাহিনী। তখনই উত্তেজিত জনতা পুলিসকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। দুপক্ষে খণ্ডযুদ্ধ বেধে যায়। বিক্ষোভ হঠাতে লাঠি চালায় পুলিস। ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল।
ফেব্রুয়ারিতে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে একই ভাবে পুলিসের তোলাবাজি এড়াতে বেপরোয়া ট্রাক পিষে দেয় তিন শিশুকে। জনতার বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বেলঘড়িয়া থেকে রসুলপুর, পুলিসের তোলাবাজির ফলে বারবার দুর্ঘটনা। বেঘোরে প্রাণ যাচ্ছে আমজনতার। এখন প্রশ্ন, এর শেষ কোথায়?