প্রেমে প্রত্যাখ্যান, অ্যাসিড হামলার হুমকি যুবকের, আত্মঘাতী কলেজ ছাত্রী
প্রেমে প্রত্যাখ্যান। অ্যাসিড হামলার হুমকি যুবকের। আত্মঘাতী হলেন কলেজ ছাত্রী। তাঁর পরিবারের অভিযোগ, হুমকির জেরেই আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মানিকগঞ্জে। পরিবারের দাবি, গত কয়েক বছর মানিকগঞ্জের নাওজওয়া পাড়ার বাবলি পরভিনের সঙ্গে এক যুবকের সম্পর্ক হয়। বিয়েও পাকা হয়। অভিযোগ, এরই মধ্যে আরও এক যুবক, রুবেল হক সরকার ওই তরুণীকে উত্যক্ত করতে থাকে। রুবেলের প্রেমের প্রস্তাবে রাজি হননি বাবলি। এরপরই তাঁকে হুমকি দিতে থাকে রুবেল।
Updated By: Feb 27, 2017, 06:14 PM IST