নাবালিকাকে অপহরণ করে বিয়ের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে
নাবালিকাকে অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের হর্ষণদিঘি পাড় এলাকায়।
![নাবালিকাকে অপহরণ করে বিয়ের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণ করে বিয়ের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/08/60031-tmc-8-7-16.jpg)
ওয়েব ডেস্ক: নাবালিকাকে অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের হর্ষণদিঘি পাড় এলাকায়।
আরও পড়ুন মালদায় তৃণমূল নেতা খুনের মামলার সাক্ষীর মৃত্যুর ঘটনায়, খুনের অভিযোগে সরব পরিবার
অভিযোগ, ৪ বন্ধুকে নিয়ে এক তরুণীকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় কাউন্সিলর টোটন শাসপিল্লির ভাই চন্দন। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পিছু ধাওয়া করে নগরচক এলাকায় গাড়িটি ধরে ফেলেন। উদ্ধার হয় নাবালিকা। দুজন পালিয়ে গেলেও চন্দন শাসপিল্লি সহ তিনজনকে পুলিসের হাতে তুলে দেন বাসিন্দারা।
তরুণীর বাড়ির দাবি, দীর্ঘ ৩ ঘণ্টা বসিয়ে রাখার পর অভিযোগ গ্রহণ করে কোতোয়ালি থানা। তার ভিত্তিতেই কাউন্সিলরের ভাই সহ দুজনকে আটক করেছে পুলিস। এদিকে এফআইআর তুলে নিতে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে বলে তরুণীর পরিবারের অভিযোগ।
আরও পড়ুন নিখোঁজ রাজ্য বিজেপির পাঁচজন নেতা!