দীপা দাশমুন্সির খাসতালুক কালিয়াগঞ্জ পুরসভায় সঙ্কটে কংগ্রেস

দীপা দাশমুন্সির খাসতালুক কালিয়াগঞ্জ পুরসভায় সঙ্কটে কংগ্রেস। এই পুরবোর্ড এখন কংগ্রেসের দখলে। তবে তৃণমূলের দুই সদস্যের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতাসীন বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন কংগ্রসেরই ৭ জন কাউন্সিলর। এদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান কার্তিক পালও। ১৭ আসনের পুরসভায় কংগ্রেসের কাউন্সিলর ১৪ জন। তৃণমূলের কাউন্সিলর দুজন ও বামেদের কাউন্সিলর একজন। অনাস্থা প্রস্তাব সমর্থন করেছেন মোট ৯ জন কাউন্সিল। ফলে আপাতত সংখ্যালঘু হয়ে পড়েছে ক্ষমতাসীন পুরবোর্ড। পুরপ্রধান অরুণ দে সরকার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, দিন নির্দিষ্ট করে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।

Updated By: Jul 20, 2016, 04:45 PM IST
দীপা দাশমুন্সির খাসতালুক কালিয়াগঞ্জ পুরসভায় সঙ্কটে কংগ্রেস

ওয়েব ডেস্ক: দীপা দাশমুন্সির খাসতালুক কালিয়াগঞ্জ পুরসভায় সঙ্কটে কংগ্রেস। এই পুরবোর্ড এখন কংগ্রেসের দখলে। তবে তৃণমূলের দুই সদস্যের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতাসীন বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন কংগ্রসেরই ৭ জন কাউন্সিলর। এদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান কার্তিক পালও। ১৭ আসনের পুরসভায় কংগ্রেসের কাউন্সিলর ১৪ জন। তৃণমূলের কাউন্সিলর দুজন ও বামেদের কাউন্সিলর একজন। অনাস্থা প্রস্তাব সমর্থন করেছেন মোট ৯ জন কাউন্সিল। ফলে আপাতত সংখ্যালঘু হয়ে পড়েছে ক্ষমতাসীন পুরবোর্ড। পুরপ্রধান অরুণ দে সরকার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, দিন নির্দিষ্ট করে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।

আরও পড়ুন সালিশিসভা বসিয়ে পাওনা টাকা আদায়ে চাপের জেরে আত্মঘাতী ব্যবসায়ী

.