মুর্শিদাবাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ছাত্রদের ধর্মঘট
বার কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন নেই। সরকারি স্তরে কাজে আসছে না সার্টিফিকেট। এই অভিযোগে ক্যাম্পাস বন্ধ করে ধর্মঘটে সামিল হলেন মুর্শিদাবাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্ররা। আগামী তিন দিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।
ওয়েব ডেস্ক: বার কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন নেই। সরকারি স্তরে কাজে আসছে না সার্টিফিকেট। এই অভিযোগে ক্যাম্পাস বন্ধ করে ধর্মঘটে সামিল হলেন মুর্শিদাবাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্ররা। আগামী তিন দিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।
আরও পড়ুন- প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদে আক্রান্ত যুবক
ছাত্রদের অভিযোগ, বার কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন না থাকায় সরকারি স্তরে কোনও সুবিধা পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়েই ধর্মঘটের পথে হেঁটেছেন তারা। এতেও সমস্যা না মিটলে অনশনের হুমকি দিয়েছেন ছাত্ররা। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকলেই কী সমস্যার সমাধান হবে? আসলে কোন পথে আসবে সমাধান? শিক্ষামহলে উঠছে প্রশ্ন।