নির্মাণ কর্মীদের সরকারি ভাতার তহবিল তছরূপ

একশো দিনের কাজে দুর্নীতি নিয়ে কম অভিযোগ নেই। এবার বড়সড় দুর্নীতি সামনে চলে এল নির্মাণ কর্মীদের জন্য বরাদ্দ সরকারি ভাতা প্রকল্পেও। ভুয়ো রেজিস্ট্রেশন করে কোটি কোটি টাকা সরকারি তহবিল থেকে তছরূপ করা হয়েছে।

Updated By: Dec 26, 2014, 11:07 PM IST
নির্মাণ কর্মীদের সরকারি ভাতার তহবিল তছরূপ

ব্যুরো: একশো দিনের কাজে দুর্নীতি নিয়ে কম অভিযোগ নেই। এবার বড়সড় দুর্নীতি সামনে চলে এল নির্মাণ কর্মীদের জন্য বরাদ্দ সরকারি ভাতা প্রকল্পেও। ভুয়ো রেজিস্ট্রেশন করে কোটি কোটি টাকা সরকারি তহবিল থেকে তছরূপ করা হয়েছে।

CAG রিপোর্টে রয়েছে এমনই তথ্য। দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিয়েছে খোদ শ্রম দফতরও। দু হাজার ছয় সাল থেকে নির্মাণ কর্মীদের সরকারি ভাতা দেওয়া শুরু করেছিল বামফ্রন্ট সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই প্রকল্পে নথিভুক্তিকরণে জোয়ার আসে। বাম আমলের তুলনায় ষাট গুণ বৃদ্ধি পায় নথিভুক্ত কর্মীর সংখ্যা।

ছ বছরে বাম আমলে, ২ লক্ষ ৭১ হাজার ৮৭০ জন কর্মীর নাম নথিভুক্ত হয়।

তাঁদের জন্য খরচ করা হয় ১ কোটি ৫৬ লক্ষ ৭০ হাজার ৫৯৪ টাকা।

তৃণমূল আমলে মাত্র দু বছরেই, ৬ লক্ষ ৫৬ হাজার ২৫৩ হাজার কর্মীর নাম নথিভুক্ত হয়েছে।

খরচ হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা।

এই সাফল্যের খতিয়ানই বিপাকে ফেলেছে তৃণমূল সরকারকে। শ্রম কমিশনারের চিঠিতেই স্পষ্ট, ভুয়ো রেজিস্ট্রেশন করে বেআইনিভাবে এই সরকারি ভাতার টাকা আত্মসাত্‍ করা হয়েছে।

বঞ্চিত হচ্ছেন অসংখ্য সাধারণ নির্মাণকর্মী, যাঁরা এই প্রকল্পের আওতাভুক্ত।

 

 

.