সংসারে নুন আনতে পান্তা ফুরায়, কুড়িয়ে পাওয়া সদ্যজাতকে দুধে ভাতে রাখার শপথ দম্পতির

সংসারে অনটন। নুন আন্তে পান্তা ফুরোয়। প্রতি মুহূর্তে এক কন্যা সন্তানকে মানুষ করতেই হিমশিম খেতে হয় আরামবাগের মাজি দম্পতিকে। তবুও কুড়িয়ে পাওয়া এক সদ্যোজাত শিশুকে বুকে আঁকড়ে ধরেছে মাজি পরিবার।

Updated By: Oct 31, 2014, 11:08 PM IST
সংসারে নুন আনতে পান্তা ফুরায়, কুড়িয়ে পাওয়া সদ্যজাতকে দুধে ভাতে রাখার শপথ দম্পতির

ব্যুরো: সংসারে অনটন। নুন আন্তে পান্তা ফুরোয়। প্রতি মুহূর্তে এক কন্যা সন্তানকে মানুষ করতেই হিমশিম খেতে হয় আরামবাগের মাজি দম্পতিকে। তবুও কুড়িয়ে পাওয়া এক সদ্যোজাত শিশুকে বুকে আঁকড়ে ধরেছে মাজি পরিবার।

তাঁদের আশা, নিজের মেয়েকে যদি ভাল মত মানুষ করতে পারেন তাঁরা, তাহলে কুড়িয়ে পাওয়া সন্তানকেও দুধে ভাতে রাখতে পারবেন। স্বামী লরির খালাসি। নিজে লোকের বাড়িতে কাজ করেন। কোনও মতে দিন আনা দিন খাওয়া পরিবার। অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী আরামবাগের বারো নম্বর ওয়ার্ডে টিঙ্কু মাজির পরিবারে।    

এরই মধ্যে টিঙ্কু কুড়িয়ে পেয়েছেন এক সদ্যোজাত কন্যা সন্তানকে। সেই সদ্যোজাতকে বুকে আঁকড়ে ধরেছেন তিনি।

শুধু তাই নয়। পুলিসের কাছে গিয়ে সদ্যোজাতকে নিজের কাছে রাখার অনুমতিও জোগার করে ফেলেছেন টিঙ্কু মাজি। নিজের ছ বছরের কন্যা সন্তানকে মানুষ করতে যেখানে প্রতিদিন লড়াই করেন টিঙ্কু ও তাঁর স্বামী, সেখানে ফেলে যাওয়া শিশুর দায়িত্ব?

টিঙ্কুর এই কাজে খুশি তাঁর পাড়া প্রতিবেশীরাও।

আপাতত হাসপাতালে চিকিত্সাধীন সদ্যোজাত। চিকিত্সকেরা জানিয়েছেন, সুস্থই রয়েছে সে।  টিঙ্কুর আশা, এক কন্যা সন্তানের মতো আরেক কন্যা সন্তানও তাঁর ঘর আলো করবে।

 

.