বিরোধীদের অধিকার খর্ব করতে সরকার, অভিযোগ সূর্যকান্তর

চিটফান্ড বিল ইস্যুতে বিধানসভায় আলোচনার সময় কমিয়ে, বিরোধীদের অধিকার খর্ব করতে চাইছে রাজ্য সরকার। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আজ এই অভিযোগ করেন। তিনি বলেন, বিল নিয়ে চার ঘণ্টা এবং মোশন নিয়ে এক ঘণ্টা আলোচনার দাবি জানিয়েছে বামেরা। কিন্তু সরকারপক্ষ তা কমিয়ে দেড় ঘণ্টায় নামাতে চাইছে।

Updated By: Apr 29, 2013, 06:24 PM IST

চিটফান্ড বিল ইস্যুতে বিধানসভায় আলোচনার সময় কমিয়ে, বিরোধীদের অধিকার খর্ব করতে চাইছে রাজ্য সরকার। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আজ এই অভিযোগ করেন। তিনি বলেন, বিল নিয়ে চার ঘণ্টা এবং মোশন নিয়ে এক ঘণ্টা আলোচনার দাবি জানিয়েছে বামেরা। কিন্তু সরকারপক্ষ তা কমিয়ে দেড় ঘণ্টায় নামাতে চাইছে।
চিটফান্ড প্রতারণা রুখতে বামেদের আনা বিল কীসের ভিত্তিতে প্রত্যাহার করা হচ্ছে এবং সংবিধানের কোন ধারার বলে তা প্রত্যাহার করা হচ্ছে, সেবিষয়ে পুরো অন্ধকারে রেখেছে রাজ্য সরকার। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আজ এই অভিযোগ করেন। তিনি বলেন, পূর্বতন সরকারের বিল কেন প্রত্যাহার করা হচ্ছে, তার ব্যাখ্যা দিচ্ছে না রাজ্য।

.