মাঠেই খুন সিপিআইএম নেতা, অভিযুক্ত তৃণমূল

পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এক সিপিআইএম নেতাকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। নিহত বিমল সেনাপতি সিপিআইএমের দীপা গ্রামের শাখা সম্পাদক ছিলেন। রবিবারের সকালে মাঠে চাষের কাজ করার সময় তাঁর ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। খবর পেয়ে ছুটে আসেন বিমল সেনাপতির পরিবারের সদস্যরা। ঘটনাস্থল থেকে কিছু দূরে ওই সিপিআইএম নেতাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

Updated By: Mar 11, 2012, 03:20 PM IST

পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এক সিপিআইএম নেতাকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। নিহত বিমল সেনাপতি সিপিআইএমের দীপা গ্রামের শাখা সম্পাদক ছিলেন। রবিবারের সকালে মাঠে চাষের কাজ করার সময় তাঁর ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। খবর পেয়ে ছুটে আসেন বিমল সেনাপতির পরিবারের সদস্যরা। ঘটনাস্থল থেকে কিছু দূরে ওই সিপিআইএম নেতাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কেশিয়ারি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি বেশ কয়েকজন অভিযুক্তের নাম বলেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিআইএমের স্থানীয় নেতারা। শুক্রবারই ওই এলাকায় একশো দিনের প্রকল্পে মাটি কাটার কাজ নিয়ে তৃণমূল-সিপিআইএমের সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনার জেরেই তৃণমূল কংগ্রেস এই হামলা চালিয়েছে বলে সিপিআইএমের অভিযোগ।

.