বাসন্তী হাইওয়েতে শাসকদলের সন্ত্রাসের অভিযোগ বামেদের

টার্গেট দুই চব্বিশ পরগনার জেলা পরিষদ। তাই বাসন্তী হাইওয়ে ধরে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল সন্ত্রাস চালাতে চাইছে বলে অভিযোগ সিপিআইএমের। বামেদের অভিযোগ, তৃণমূল নেতা আরাবুল ইসলামকে সঙ্গে নিয়ে মুকুল রায়ের নেতৃত্বেই হচ্ছে অপারেশেন বাসন্তী রোড।

Updated By: Jul 18, 2013, 11:21 PM IST

টার্গেট দুই চব্বিশ পরগনার জেলা পরিষদ। তাই বাসন্তী হাইওয়ে ধরে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল সন্ত্রাস চালাতে চাইছে বলে অভিযোগ সিপিআইএমের। বামেদের অভিযোগ, তৃণমূল নেতা আরাবুল ইসলামকে সঙ্গে নিয়ে মুকুল রায়ের নেতৃত্বেই হচ্ছে অপারেশেন বাসন্তী রোড।  
উত্তর এবং দক্ষিণ। এই দুই চব্বিশ পরগনার বুক চিড়ে চলে গিয়েছে বাসন্তী হাইওয়ে। একদিকে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি-এক এবং দুই  মিনাখা, বারাসত-২ এবং হাড়োয়া ব্লক। অন্যদিকে, বাসন্তী, ভাঙড়-এক এবং দুই, ক্যানিং-২ এবং বারুইপুর ব্লক।
দুই জেলা পরিষদের মোট পঁচিশটি আসন এই এলাকায়। সিপিআইএমের অভিযোগ, বিস্তীর্ণ এই ৩ হাজার ৩১২ বর্গ কিমি এলাকা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। সন্ত্রাসের ব্লু-প্রিন্ট মুকুল রায়ের।

.