ফের নানুরে খুন সিপিআইএম কর্মী

বীরভূমের নানুরে খুন হলেন এক সিপিআইএম সমর্থক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে নানুরের বঙ্গছত্র বাজারে গিয়েছিলেন সাগর মেটে। সেসময় ৩টি বাইকে করে একদল দুষ্কৃতী এসে তাঁকে জোর করে তুলে নিয়ে চলে যায়। এরপর থেকেই তার কোনও খোঁজ ছিল না।

Updated By: Mar 3, 2012, 10:29 AM IST

বীরভূমের নানুরে খুন হলেন এক সিপিআইএম সমর্থক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে নানুরের বঙ্গছত্র বাজারে গিয়েছিলেন সাগর মেটে। সেসময় ৩টি বাইকে করে একদল দুষ্কৃতী এসে তাঁকে জোর করে তুলে নিয়ে চলে যায়। এরপর থেকেই তার কোনও খোঁজ ছিল না। 
রাতে জলুন্দি গ্রামে একটি পুকুরপাড় থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। জলুন্দি গ্রামে সাগর মেটের বাড়ি হলেও, গত লোকসভা নির্বাচনের পর থেকেই তিনি ঘরছাড়া। কুলেগ্রামে নিজের শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। কিছুদিন আগে জলুন্দিতে যাওয়ার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁর কাছে কয়েক লক্ষ টাকা জরিমানা দাবি করে। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন তিনি। জেলা সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, জরিমানার টাকা দিতে অস্বীকার করাতেই তাঁকে খুন করা হয়েছে।
সাগর মেটের পরিবারের পক্ষ থেকে স্থানীয় ৭ জন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

.