নিখোজ আবাসিককে আজ আনা হচ্ছে, মিলল নৃশংসতার প্রমাণ
গুড়াপের হোম থেকে স্থানান্তরের সময় নিখোঁজ হয়ে যাওয়া আবাসিককে আজ আলিপুরদুয়ার থেকে নিয়ে আসা হচ্ছে। আলিপুরদুয়ার মহকুমা আদালতের অনুমতি মেলার পর হোমকাণ্ডের তদন্তে উত্তরপাড়া থানার পুলিস বিকেলে তাঁকে নিয়ে রওনা দিচ্ছে।
এর আগে গুড়াপের দুলাল স্মৃতি সংসদের ঘটনা জানাজানি হওয়ার পরেই এই হোম থেকে আবাসিকদের অন্যত্র পাঠানোর কাজ শুরু হয়। সেই সময়ই পুলিস হেফাজত থেকে পালিয়ে যান এক আবাসিক। অবশেষে আলিপুরদুয়ারে তার সন্ধান মেলে। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার বক্তব্যে দুলাল স্মৃতি সংসদ কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠে এসেছে। গুড়াপের ওই হোমে থাকা আবাসিকদের মধ্যে অনেকের থেকেই সুস্থ এবং স্বাভাবিক এই আবাসিক। দীর্ঘদিন ধরেই তিনি গুড়াপের এই হোমে ছিলেন। তাই তার অভিযোগের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি চিকিত্সকদের পরীক্ষায় পাওয়া গর্ভনিরোধক ব্যবহার গোয়েন্দাদের সেই সন্দেহকে আরো দৃঢ় করেছে। এই তথ্যপ্রমাণের পরিপ্রেক্ষিতে সিআইডি অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও তথ্যপ্রমাণ লোপাটের পর এবার ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারা অনুসারে ধর্ষণের অভিযোগও আনতে চলেছে।