বাংলাদেশ, মায়ানমারে কোমেনের বলি ৩৩, ধেয়ে আসছে রাজ্যে, Live blog

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে দিকে ধেয়ে আসছে সাইক্লোন কোমেন। ঝোড়ো হাওয়া ও ধ্বসের ফলে বাংলাদেশ, মায়ানমারে অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশে উপকূলে কোমেনের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

Updated By: Jul 31, 2015, 10:00 AM IST
বাংলাদেশ, মায়ানমারে কোমেনের বলি ৩৩, ধেয়ে আসছে রাজ্যে, Live blog
ছবি সৌজন্যে accuweather

ওয়েব ডেস্ক: বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে দিকে ধেয়ে আসছে সাইক্লোন কোমেন। ঝোড়ো হাওয়া ও ধ্বসের ফলে বাংলাদেশ, মায়ানমারে অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশে উপকূলে কোমেনের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিকেলেই কোমেন ঢুকবে এ রাজ্যে। ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলেমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অপেক্ষাকৃত কম শক্তি নিয়ে কোমেন নদিয়া, মুশির্দাবাদ, উত্তর চব্বিশ পরগনার ওপর দিয়ে বয়ে যাবে। এর প্রভাবে দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া ও হুগলিতেও আগামিকাল ভোররাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহভর এই বৃষ্টি চলবে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

.