সাইক্লোন বিধ্বস্ত হাবড়া, অশোকনগর ফেরালো রূপাকে
ধ্বংস সরিয়ে চেনা ছন্দে ফেরার চেষ্টায় সাইক্লোন বিধ্বস্ত হাবড়া, অশোকনগর। ক্ষতিগ্রস্ত বহু মানুষকে সরানো হয়েছে ত্রাণশিবিরে। বাড়িঘর হারিয়ে মানুষগুলো ক্ষোভে ফুঁসছেন। এরই মধ্যে ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকায় ঢুকতে গিয়ে বাধা পান রূপা গাঙ্গুলি। তৃণমূল সমর্থকেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।
মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের ঝড়। রেশ প্রায় দশ মিনিটের । আর তাতেই হাবড়া, অশোকনগরের বিস্তীর্ণ এলাকার ছবিটা বদলে গিয়েছিল নিমেষে। ধ্বংসের ক্ষত বুকে নিয়েই ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। ঘর নেই। জল নেই। বিদ্যুত্ নেই। হাহাকার। হাবড়ার জয়গাছি, হিজলপুকুর, শ্রীনগর, অশোকনগর পুর এলাকার মোহনপুর, বনবনিয়া, যেন বিচ্ছিন্ন কোনও গ্রাম। একই অবস্থা কাজলারও। ছড়িয়ে-ছিটিয়ে ধ্বংসের চিহ্ন। বিদ্যুত্ নেই বহু জায়গায়। ধ্বংস সরিয়ে চেনা ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা। চলছে উদ্ধারকাজ, বিদ্যুত্ ফেরানোর কাজ।
এরই মধ্যে ঘূর্ণিঝড়-বিধ্বস্ত হাবড়ায় ঢুকতে গিয়ে বাধা পান বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। তৃণমূল সমর্থকদের বাধা ও বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। শ্রীনগর ও বটতলায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা।
তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।