দামোদর নদী থেকে বালির দেদার চোরাকারবারি, নির্বিকার প্রশাসন

খাতায়-কলমে দামোদর থেকে বালি তোলা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বর্ধমানের জামালপুরে বালি তোলা চলছে অবাধেই। প্রশাসন নির্বিকার।

Updated By: Jun 6, 2015, 07:44 PM IST
দামোদর নদী থেকে বালির দেদার চোরাকারবারি, নির্বিকার প্রশাসন

ওয়েব ডেস্ক: খাতায়-কলমে দামোদর থেকে বালি তোলা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বর্ধমানের জামালপুরে বালি তোলা চলছে অবাধেই। প্রশাসন নির্বিকার।

বর্ধমানের জামালপুরে দামোদর থেকে বালি তোলায় বিরাম নেই। অথচ প্রতিবছরের মতো এবারও বর্ষার সময় পয়লা জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বালি তোলা নিষিদ্ধ করেছে সেচ দফতর।

সেচ দফতরের নিষেধাজ্ঞা:

বর্ষায় জলের তোড়ে দুর্বল হয়ে পড়ে নদীবাঁধ।
বালিবোঝাই ভারি লরি যাতায়াতের ফলে নদীবাঁধে ধস নামতে পারে।
নদীবাঁধ ভেঙে বন্যার আশঙ্কা তৈরি হয়।

সেচ দফতরের নিষেধাজ্ঞা উড়িয়েই বালি তোলা চলছে অবাধে। নদীবাঁধ ধরেই বালিবোঝাই লরির যাতায়াত চলছে লাগাতার। প্রশাসনের দ্বারস্থ হওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক। অভিযোগ, বালি মাফিয়াদের দাপটেই দিনভর বেআইনিভাবে বালিপাচার চললেও প্রশাসন নির্বিকার। 

.