নাচের অডিশনের ফাঁদে নিঁখোজ ভদ্রেশ্বরের কিশোরী উদ্ধার উত্তরপ্রদেশ থেকে

উত্তরপ্রদেশ থেকে উদ্ধার হল ভদ্রেশ্বরের নিখোঁজ কিশোরী। নাচের অডিশনে সুযোগ করে দেওয়ার নাম করে ওই কিশোরীকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। মুক্তিপণের ফোনের সূত্র ধরেই অপহরণকারীদের সন্ধান পায় পুলিস। ঘটনায় একজন গ্রেফতার হলেও মূল অভিযুক্তসহ তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।

Updated By: Mar 12, 2015, 11:02 AM IST

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশ থেকে উদ্ধার হল ভদ্রেশ্বরের নিখোঁজ কিশোরী। নাচের অডিশনে সুযোগ করে দেওয়ার নাম করে ওই কিশোরীকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। মুক্তিপণের ফোনের সূত্র ধরেই অপহরণকারীদের সন্ধান পায় পুলিস। ঘটনায় একজন গ্রেফতার হলেও মূল অভিযুক্তসহ তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।

নাচের অডিশনে সুযোগ মিলবে। এই প্রলোভনে পা দিয়েছিল  ভদ্রেশ্বরের ওই কিশোরী।  এরপর গত বছরের নভেম্বর থেকে নিখোঁজ ছিল  সে।  দুমাসের বেশি সময় ধরে  নিখোঁজ থাকার পর চলতি বছরের নয়ই ফেব্রুয়ারি মুক্তিপণ চেয়ে ফোন আসে কিশোরীর মায়ের কাছে। বলায় হয় পঞ্চাশ হাজার টাকা দিলে তবেই মেয়েকে ফেরত পাবেন মা।

এরপরই ভদ্রেশ্বর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। তদন্তে নেমে মুক্তিপণ চেয়ে আসা ফোনের সূত্র ধরে উত্তরপ্রদেশের খুশি নগরে হানা দেয় পুলিস। সেখান থেকেই উদ্ধার হয় নিখোঁজ কিশোরী।

ঘটনায় উত্তরপ্রদেশ থেকে যশবন্ত চৌহান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিস। মূল চক্রী উপেন্দর এবং কাঁকিনাড়ার দম্পতি ভিকি ও প্রিয়া দাস পলাতক। এই তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।

.