বনগাঁ লোকসভা উপনির্বাচনে বামেদের সম্ভাব্য প্রার্থী দেবেশ দাস
বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টের সম্ভাব্য প্রার্থী দেবেশ দাস। আজ বামফ্রন্টের বৈঠকে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। তারপর আনুষ্ঠানিক ঘোষণা করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে জানা গিয়েছে, গত লোকসভা ভোটেও বনগাঁ কেন্দ্রে বামফ্রন্টের টিকিটে লড়েছিলেন দেবেশবাবু। এলাকায় তিনি পরিচিত মুখ। আর সেই কারণেই তাঁকে ফের প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বামফ্রন্ট সূত্রের খবর।
ওয়েব ডেস্ক: বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টের সম্ভাব্য প্রার্থী দেবেশ দাস। আজ বামফ্রন্টের বৈঠকে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। তারপর আনুষ্ঠানিক ঘোষণা করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে জানা গিয়েছে, গত লোকসভা ভোটেও বনগাঁ কেন্দ্রে বামফ্রন্টের টিকিটে লড়েছিলেন দেবেশবাবু। এলাকায় তিনি পরিচিত মুখ। আর সেই কারণেই তাঁকে ফের প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বামফ্রন্ট সূত্রের খবর।
২০১৪ লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হন কপিলকৃষ্ণ ঠাকুর। কপিলকৃষ্ণ ঠাকুর প্রায় ১ লক্ষ ৪৬ হাজার ভোটে হারান নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্টের দেবেশ দাসকে। বিজেপি সেই ভোটে পেয়েছিল প্রায় আড়াই লক্ষ ভোট। কপিলকৃষ্ণ ঠাকুর মারা যাওয়ায় বনগাঁ লোকসভায় উপনির্বাচন হচ্ছে। মতুয়াদের গোষ্ঠী কোন্দলে বেশ সমস্যা পড়েছে তৃণমূল, বিজেপি।
২০১৪ লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভার ফলাফল-
কপিলকৃষ্ণ ঠাকুর (তৃণমূল)- ৫,৫১,২১৩টি ভোট (৪২.৯৪ শতাংশ)
দেবেশ দাস (সিপিআইএম)- ৪,০৪,৬১২টি ভোট (৩১.৫২ শতাংশ)
কে ডি বিশ্বাস (বিজেপি)-২,৪৪,৭৮৩টি ভোট (১৯.০৭ শতাংশ)
ইলা মণ্ডল (কংগ্রেস)- ৪৩,৬৬৬টি ভোট (৩.৪২ শতাংশ)