হাইফাই হচ্ছে দিল্লি রোড, কিন্তু এই পথে নিরাপত্তা কোথায় মহিলাদের?
হাইফাই হচ্ছে দিল্লি রোড। একেবারে ঝাঁ চকচকে, স্মুথ রানিং। তাড়াতাড়িই হয়ত ফোর লেনও হয়ে যাবে। কিন্তু এই পথে নিরাপত্তা কোথায়? রাস্তার আশেপাশের এলাকার মানুষের এ নিয়ে অভিযোগের অন্ত নেই। জয়ন্তী সোরেনের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নিরাপত্তার ঠুনকো ছবি।
Updated By: Jun 25, 2016, 08:25 PM IST
