রোপওয়ে বিভ্রাট দিঘায়! শূন্যে ঝুলে রইলেন পর্যটকরা

মন্দারমনির পর এবার দিঘা। গত জুনে মন্দারমনিতে প্যরাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক পর্যটকের। এবার দিঘার অমরাবতী পার্কে রোপওয়ে বিভ্রাট। লেকের উপর শূন্যে ঘণ্টার পর ঘণ্টা ঝুলে রইলেন পর্যটকরা।

Updated By: Feb 5, 2016, 06:45 PM IST
রোপওয়ে বিভ্রাট দিঘায়! শূন্যে ঝুলে রইলেন পর্যটকরা

দিঘা : মন্দারমনির পর এবার দিঘা। গত জুনে মন্দারমনিতে প্যরাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক পর্যটকের। এবার দিঘার অমরাবতী পার্কে রোপওয়ে বিভ্রাট। লেকের উপর শূন্যে ঘণ্টার পর ঘণ্টা ঝুলে রইলেন পর্যটকরা।

আজ দুপুর ২টো নাগাদ হঠাত্ই পার্কের রোপওয়ের হুইল আটকে যায়। তিনটি কেবলকারে আটকে পড়েন ২০ জন পর্যটক। আটকে পড়া পর্যটকদের মধ্যে শিশুরাও ছিল। এদিকে অভিযোগ, পার্কে কোনও  টেকনিশিয়ান ছিল না। ফলে তত্ক্ষণাত্ সমস্যার কোনও সমাধান করা যায়নি। শেষে খবর দেওয়া হয় দমকলকে। দমকল আসার পর শুরু হয় উদ্ধারকাজ। প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আটক পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়।

.