লোবা গ্রামবাসীদের মানবাধিকার কমিশনে যাওয়ার পরামর্শ দীপার

পুলিসের কাজ সুরক্ষা দেওয়া, গুলি চালানো নয়। লোবা গ্রামের ঘটনায় প্রশাসনকে এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। এরই সঙ্গে গোটা ঘটনার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। সোমবার লোবায় গিয়ে দীপা বলেন, "লোবা নিয়ে কোনও রাজনৈতিক দলকে ফায়দা তুলতে দেব না।" লোবা গ্রামে গুলি চালনোর ঘটনা `সাজানো`, মুখ্যমন্ত্রীর এই দাবি খারিজ করে দিয়েছেন দীপা।

Updated By: Nov 12, 2012, 01:53 PM IST

পুলিসের কাজ সুরক্ষা দেওয়া, গুলি চালানো নয়। লোবা গ্রামের ঘটনায় প্রশাসনকে এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। এরই সঙ্গে গোটা ঘটনার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। সোমবার লোবায় গিয়ে দীপা বলেন, "লোবা নিয়ে কোনও রাজনৈতিক দলকে ফায়দা তুলতে দেব না।" লোবা গ্রামে গুলি চালনোর ঘটনা `সাজানো`, মুখ্যমন্ত্রীর এই দাবি খারিজ করে দিয়েছেন দীপা।
ঘটনার প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীদের রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ারও পরামর্শও দিয়েছেন তিনি।  সেইসঙ্গে, রাজ্য সরকারের কড়া ভাষায় সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তৃণমূল কংগ্রেস রাজ্যকে ক্রমশ নীচের দিকে নিয়ে যচ্ছে বলে মন্তব্য করেন দীপা দাশমুন্সি।

.