অর্ধাহার ও অপুষ্টিতে ডুয়ার্সের চা বাগানে মৃত ৩

অর্ধাহার ও অপুষ্টি জনিত কারণে ডুয়ার্সের কাঠালগুড়ি চাবাগানে গত দুদিনে মৃত্যু হয়েছে তিনজন চা শ্রমিকের। চব্বিশ মে মৃত্যু হয় শিবানী মুন্ডা ও গুঞ্জ ওঁরাওয়ের। পঁচিশে মে মৃত্যু হয় দীপ্তি ওঁরাও নামে আরও এক চা শ্রমিকের। অপুষ্টি এবং অর্ধাহারে মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।

Updated By: May 28, 2013, 10:35 PM IST

অর্ধাহার ও অপুষ্টি জনিত কারণে ডুয়ার্সের কাঠালগুড়ি চাবাগানে গত দুদিনে মৃত্যু হয়েছে তিনজন চা শ্রমিকের। চব্বিশ মে মৃত্যু হয় শিবানী মুন্ডা ও গুঞ্জ ওঁরাওয়ের। পঁচিশে মে মৃত্যু হয় দীপ্তি ওঁরাও নামে আরও এক চা শ্রমিকের। অপুষ্টি এবং অর্ধাহারে মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
অসুস্থ চল্লিশ জনেরও বেশি চা শ্রমিক। এখবর পাওয়ার পর  ওই চাবাগানে জেলা স্বাস্থ্য দফতরের তরফে পাঠানো হয়েছে মেডিক্যাল টিম। দু হাজার দু সালের বাইশে জুন বন্ধ হয়ে যায় ডুয়ার্সের কাঁঠালগুডি় চা বাগান। পরে দু হাজার দশ সালের দোসরা জুন নতুন মালিকের অধীনে ফের খোলা হয় এই চা বাগান। শ্রমিকদের অভিযোগ, দৈনিক মজুরি হিসেবে ছিয়ানব্বই টাকা দেওয়ার কথা থাকলেও শ্রমিকরা হাতে পেতেন মাত্র সাতষট্টি টাকা। গত চোদ্দই মে বাগান বন্ধ করে চলে যান মালিক পক্ষ। অথৈ জলে পড়েন প্রায় দেড় হাজার শ্রমিক। অর্ধাহার ও অনাহারে দিন কাটছে তাঁদের। ওই চাবাগানে অপুষ্টি এবং অর্ধাহারে দু দিনে তিনজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে জেলা প্রশাসন।

.