এক ডজন মন্ত্রী যাদের দপ্তর একই রয়ে গেল। তারা কারা ?

আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে শপথ গ্রহণের পরই সপার্ষদ মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান নবান্নে। সেখানে শপথ নেওয়া সব মন্ত্রীদের নিয়ে তিনি বৈঠকে বসেন। এবং তার কিছু পরেই মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন সেরে ফেলেন। এক ডজন মন্ত্রীদের দপ্তর একই রয়ে গেল। আসুন এবার দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে, কোন কোন মন্ত্রী একই দপ্তরে রয়ে গেলেন-

Updated By: May 27, 2016, 07:33 PM IST
এক ডজন মন্ত্রী যাদের দপ্তর একই রয়ে গেল। তারা কারা ?

ওয়েব ডেস্ক: আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে শপথ গ্রহণের পরই সপার্ষদ মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান নবান্নে। সেখানে শপথ নেওয়া সব মন্ত্রীদের নিয়ে তিনি বৈঠকে বসেন। এবং তার কিছু পরেই মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন সেরে ফেলেন। এক ডজন মন্ত্রীদের দপ্তর একই রয়ে গেল। আসুন এবার দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে, কোন কোন মন্ত্রী একই দপ্তরে রয়ে গেলেন-

১) অমিত মিত্র- অর্থ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রক।

২) পার্থ চট্টোপাধ্যায়- শিক্ষা মন্ত্রক।

৩) সুব্রত মুখোপাধ্যায়- পঞ্চায়েত মন্ত্রক।

৪) অরূপ বিশ্বাস- ক্রীড়া মন্ত্রক।

৫) ফিরহাদ হাকিম- পুর ও নগরোন্নয়ন মন্ত্রক।

৬) জ্যোতিপ্রিয় মল্লিক- খাদ্য মন্ত্রক।

৭) রাজীব বন্দ্যোপাধ্যায়- সেচ মন্ত্রক।

৮) জাভেদ আহমেদ খান- অসামরিক ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রক।

৯) বিনয় কৃষ্ণ বর্মন- বন মন্ত্রক।

১০) চন্দ্রনাথ সিংহ- মত্‍স্য মন্ত্রক।

১১) সাধন পান্ডে- ক্রেতা সুরক্ষা মন্ত্রক।

১২) শশি পাঁজা (প্রতিমন্ত্রী)- শিশু কল্যাণ মন্ত্রক ।

.