আসানসোলে হকারদের তাণ্ডবে পুড়ল বাবুল সুপ্রিয়র কুশপুতুল

ফের হকার তাণ্ডব। মালদার পর এবার বর্ধমানের আসানসোলে। হকারদের রোষানলে পুড়ল বিজেপির পার্টি অফিস। কেন্দ্রীয় মন্ত্রী তথা এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়র কুশপুতুলও দাহ করেন বিক্ষোভকারীরা। ঘটনায় কারা জড়িত, এনিয়ে সম্মুখ সমরে তৃণমূল-বিজেপি।

Updated By: May 27, 2015, 05:45 PM IST
আসানসোলে হকারদের তাণ্ডবে পুড়ল বাবুল সুপ্রিয়র কুশপুতুল

ওয়েব ডেস্ক: ফের হকার তাণ্ডব। মালদার পর এবার বর্ধমানের আসানসোলে। হকারদের রোষানলে পুড়ল বিজেপির পার্টি অফিস। কেন্দ্রীয় মন্ত্রী তথা এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়র কুশপুতুলও দাহ করেন বিক্ষোভকারীরা। ঘটনায় কারা জড়িত, এনিয়ে সম্মুখ সমরে তৃণমূল-বিজেপি।
 
হকারদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে উঠল আসানসোল। আগুন জ্বলল বিজেপি পার্টি অফিসে। যদিও অভিযোগের আঙুল, বিজেপিরই হকার সংগঠন ভারতীয় জনতা মজদুর মোর্চার দিকে। বুধবার জিটি রোডে বিজেপি-র পার্টি অফিসের সামনে বাবুল সুপ্রিয়র কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ,  আরপিএফের দৌরাত্ম্যে তিন-চার মাস ধরে হকারি লাটে উঠেছে। সমস্যা জানানো হয়েছে সবাইকে।কিন্তু কান দেয়নি কেউ।

কয়েকদিন আগে, এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়কে বিষয়টি জানানো হয়। তবে তিনিও গা করেননি বলে দাবি হকারদের।
এদিন বিক্ষোভ চলাকালীন আচমকা মন্ত্রীর জ্বলন্ত কুশপুতুল, ছুঁড়ে ফেলা হয় বিজেপি কার্যালয়ের ছাদে। দমকল যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে অনেকটাই পুড়ে গিয়েছে কার্যালয়।

বিজেপি-র বক্তব্য, এ ঘটনায় দলের কেউ জড়িত না। হকার সংগঠনটিও নাকি তাঁদের নয়! এতে তৃণমূল জড়িত বলে দাবি করেছে বিজেপি।এরপরই শুরু হয়ে যায় দুপক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ।  

দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন আসানসোল জিটি রোড অবরোধ করে বিজেপি।  
  

.