পাহাড়ে নির্বাচন ২৯ জুলাই

পাহাড়ে নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্যসরকার। সোমবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জিটিএ নির্বাচন হবে আগামী ২৯ জুলাই। ভোটগণনা ২ অগাস্ট। এদিকে পাহাড় সমস্যা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য এদিনই দিল্লি পৌঁছেছেন বিমল গুরুংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

Updated By: Jun 25, 2012, 07:50 PM IST

পাহাড়ে নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্যসরকার। সোমবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জিটিএ নির্বাচন হবে আগামী ২৯ জুলাই। ভোটগণনা ২ অগাস্ট। এদিকে পাহাড় সমস্যা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য এদিনই দিল্লি পৌঁছেছেন বিমল গুরুংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। নির্বাচনে মোর্চার অবস্থান দিল্লি থেকে ফেরার পরেই চুড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মোর্চা সভাপতি।
২৯ জুলাই ৪৫টি কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে ভোটগ্রহণ। ৬৮৫টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। ৯ জুলাই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলপ্রকাশ হবে আগামী ২ অগাস্ট। সরকারি বিজ্ঞপ্তি প্রসঙ্গে মোর্চা সভাপতি বিমল গুরুং সোমবার জানিয়েছেন সরকার পাহাড়ে নির্বাচন করতেই পারে। তবে নির্বাচনে মোর্চার অবস্থান কী হবে তা দিল্লি থেকে ফেরার পরই স্পষ্ট করবেন তিনি।
মঙ্গলবারই বিমল গুরুংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তাদের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করবেন। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে পারেন মোর্চা নেতারা। তবে মোর্চা সূত্রের খবর রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জানাতেই কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন মোর্চা সুপ্রিমো। সূত্রের খবর, জিটিএ নির্বাচনে ডুয়ার্স-তরাইয়ে মোর্চার পক্ষ থেকে ৬ জনের প্রতিনিধিত্বের বিষয়েও আলোচনা হতে পারে বৈঠকে। দিল্লিতে বৈঠক সেরে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের এক দফা বৈঠকে বসবেন মোর্চা নেতারা। তারপরই আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি।
 
 
 

.