প্রয়াত বাম আমলের আইনমন্ত্রী নিশীথ অধিকারী
প্রয়াত প্রাক্তন আইনমন্ত্রী নিশীথ অধিকারী। বাম আমলে ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা মন্ত্রী ছিলেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৮। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা, হার্টের অসুখে ভুগছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় প্রবীণ এই রাজনীতিকের।
ওয়েব ডেস্ক : প্রয়াত প্রাক্তন আইনমন্ত্রী নিশীথ অধিকারী। বাম আমলে ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা মন্ত্রী ছিলেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৮। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা, হার্টের অসুখে ভুগছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় প্রবীণ এই রাজনীতিকের।
বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক ছিলেন নিশীথ অধিকারী। অল ইন্ডিয়া ল'ইয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি। আজ সকালে তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় সল্টলেক FD ব্লকের বাড়িতে। পরে আলিমুদ্দিনে শায়িত রাখা হয় দেহ।
আরও পড়ুন, সরস্বতী পুজোয় মাইক বাজানো নিয়ে ধুন্ধমার, কাটা গেল দু'হাতই