সরস্বতী পুজোয় মাইক বাজানো নিয়ে ধুন্ধুমার, কাটা গেল দু'হাতই

সরস্বতী পুজো উপলক্ষ্যে তারস্বরে মাইক বাজানো ঘিরে সংঘর্ষ-উত্তেজনা। গণ্ডগোলে জড়িয়ে দুটি হাতই কাটা গেল এক ব্যক্তির। ঘটনাটি মালদার ইংরেজবাজার থানার বিলাসপুর গ্রামের।

Updated By: Feb 4, 2017, 04:23 PM IST
সরস্বতী পুজোয় মাইক বাজানো নিয়ে ধুন্ধুমার, কাটা গেল দু'হাতই

ওয়েব ডেস্ক : সরস্বতী পুজো উপলক্ষ্যে তারস্বরে মাইক বাজানো ঘিরে সংঘর্ষ-উত্তেজনা। গণ্ডগোলে জড়িয়ে দুটি হাতই কাটা গেল এক ব্যক্তির। ঘটনাটি মালদার ইংরেজবাজার থানার বিলাসপুর গ্রামের।

পুজো উপলক্ষে জোরে মাইক বাজানো হচ্ছিল বলে অভিযোগ। প্রতিবাদ করেন মঙ্গল ঘোষ এবং তাঁর সঙ্গীরা। অভিযোগ, এতে রেগে গিয়ে মঙ্গলের ওপর চড়াও হয় গণেশ ঘোষ এবং তার দলবল। সংঘর্ষ বেঁধে যায়। ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে দুপক্ষের লোকজনই। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আহতদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গণেশ ঘোষের দুটি হাতই কাটা পড়েছে। বাকিদেরও দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এঘটনায়। গোটা এলাকা থমথমে।

আরও পড়ুন, সল্টলেকে এভাবেই চলছিল বড়সড় সাইবার প্রতারণা!

.