ভুল চিকিৎসায় চোখ নষ্ট পাঁচ বছরের শিশুর

ভুল চিকিত্‍সায় পাঁচ বছরের শিশুর চোখ নষ্ট হওয়ার অভিযোগ উঠল মালদায়। পুলিসের কাছে অভিযোগ জানানোর পরই বেপাত্তা চিকিত্‍সক। 

Updated By: Aug 5, 2015, 01:51 PM IST
ভুল চিকিৎসায় চোখ নষ্ট পাঁচ বছরের শিশুর

ওয়েব ডেস্ক: ভুল চিকিত্‍সায় পাঁচ বছরের শিশুর চোখ নষ্ট হওয়ার অভিযোগ উঠল মালদায়। পুলিসের কাছে অভিযোগ জানানোর পরই বেপাত্তা চিকিত্‍সক। 

৮ জুলাই চাঁচলের ওই শিশুটির চোখে অস্ত্রপচার করেন চিকিত্‍সক তাপস ভট্টাচার্য। নিজের ক্লিনিকেই অপারেশন করেন তিনি। পরে জানান, শিশুটির চোখে ইনফেকশন হয়ে গিয়েছে। তড়িঘড়ি রেফার করে দেন  কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানে শিশুটির সংক্রামিত চোখটি তুলে ফেলতে হয়। প্রায় একমাস ধরে সন্তানের চিকিত্‍সা করিয়ে মালদা ফিরে যান শিশুটির বাবা মুরসেদ আলি। এরপরই তিনি চিকিত্‍সক তাপস ভট্টাচার্যর বিরুদ্ধে ভুল চিকিত্‍সার অভিযোগ তোলেন। শাস্তির দাবি জানিয়ে পুলিসেরও দ্বারস্থ হয়েছেন তিনি। পুলিসে অভিযোগ জানানোর পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন  অভিযুক্ত চিকিত্‍সক তাপস ভট্টাচার্য।

.