স্টিল অথরিটির নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার দায়ে গ্রেফতার

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার দায়ে দুর্গাপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিস। ধৃতের নাম শ্যাম মৈত্র। অভিযোগ, সেইলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে কম দামে ইস্পাতের তৈরি পণ্য বিক্রির বিজ্ঞাপন দেন ধৃত শ্যাম মৈত্র। বিজ্ঞাপন দেখে চোদ্দ লক্ষ টাকার পণ্যের বরাত দেন হায়দরাবাদের ব্যবসায়ী রামভরোসে গোয়েল।

Updated By: Dec 10, 2014, 08:14 AM IST

ওয়েব ডেস্ক: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার দায়ে দুর্গাপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিস। ধৃতের নাম শ্যাম মৈত্র। অভিযোগ, সেইলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে কম দামে ইস্পাতের তৈরি পণ্য বিক্রির বিজ্ঞাপন দেন ধৃত শ্যাম মৈত্র। বিজ্ঞাপন দেখে চোদ্দ লক্ষ টাকার পণ্যের বরাত দেন হায়দরাবাদের ব্যবসায়ী রামভরোসে গোয়েল।

পরে নির্দেশমত একটি ব্যাঙ্কের মালদা শাখায় নারায়ণ দাস নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা জমাও দেন তিনি। কিন্তু সময়মত মালপত্র না পৌছনোয় সন্দেহ হয় ওই ব্যবসায়ীর।  হায়দরাবাদের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন তিনি।  তদন্তের সূত্র ধরে মঙ্গলবার দুর্গাপুরে আসেন হায়দরাবাদ পুলিসের অফিসার এস রাজশেখর রেড্ডি। গ্রেফতার করা হয় অভিযুক্ত শ্যাম মৈত্রকে।

Tags:
.