ফের আত্মঘাতী কৃষক, উদ্বিগ্ন রাজ্যপাল

ফের ঋণের দায়ে আত্মঘাতী হলেন রাজ্যের এক কৃষক। হাওড়ার উলুবেড়িয়ার শ্যামপুর এলাকার বাসিন্দা ওই কৃষকের নাম গোলাম মোস্তাফা। জানা গিয়েছে, উত্পাদিত ধানের দাম না-পেয়ে কীটনাশক খান তিনি।

Updated By: Jan 23, 2012, 03:37 PM IST

ফের ঋণের দায়ে আত্মঘাতী হলেন রাজ্যের এক কৃষক। হাওড়ার উলুবেড়িয়ার শ্যামপুর এলাকার বাসিন্দা ওই কৃষকের নাম গোলাম মোস্তাফা। জানা গিয়েছে, উত্পাদিত ধানের দাম না-পেয়ে কীটনাশক খান তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রাজ্যে ধারাবাহিক কৃষক আত্মহত্যা নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল এম কে নারায়ণান।    
ধানের দাম না পেয়ে গত কয়েকদিনে আত্মঘাতী হয়েছেন বেশ কয়েকজন কৃষক। এবার কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল হাওড়ায়। জানা গিয়েছে, উলুবেড়িয়ার শ্যামপুর থানা এলাকার বালিকুড়িয়া গ্রামের কৃষক গোলাম মোস্তাফা বেসরকারি সংস্থার থেকে ঋণ নিয়ে ধান চাষ করেছিলে। উত্পাদিত ধানের দাম পাননি গোলাম মোস্তাফা। তাতেও অবশ্য দমে যাননি ওই কৃষক। ক্ষতির মুখে পড়ে বোরো মরশুমে ফের চাষ করার উদ্যোগ নিয়েছিলেন। সারের দাম জোগার করতে না-পেরে কীটনাশক খান গোলাম মোস্তাফা। স্থানীয় হাসপাতালে চিকিত্সার পর উলুবেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু শনিবার রাতে জীবনের কাছে হার মানতে হল ঋণে জর্জরিত এই কৃষককে।
  
উলুবেড়িয়ার ঘটনা নিয়ে গত ৮ মাসে রাজ্যে আত্মঘাতী হলেন ২৬ জন কৃষক। রাজ্য প্রশাসনকে বারবার উদ্যোগ নেওয়ার আর্জি জানিয়েছেন বিরোধীরা। এই ইস্যুতে সরব শরিক কংগ্রেসও।  তবুও সরকারের হেলদোল দেখা যায়নি।  সরকার যখন কৃষকদের দুরাবস্থা মানতে নারাজ, তখন কৃষকদের দুর্দশা কবে ঘুচবে তা নিয়েই প্রশ্ন রয়েছে।
 
রাজ্যে কৃষক আত্মহত্যা নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল এম কে নারায়ণান। তিনি বলেন, কৃষক আত্মহত্যা একটি গভীর সমস্যা।

.