বিশ্বকর্মা পুজো নিয়ে বিবাদ, বাবাকে কুপিয়ে খুন করল ছেলে ও বৌমা

বিশ্বকর্মা পুজো করা নিয়ে বিবাদের জেরে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে ও বৌমা। ছেলেকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Sep 17, 2015, 11:33 PM IST
 বিশ্বকর্মা পুজো নিয়ে বিবাদ, বাবাকে কুপিয়ে খুন করল ছেলে ও বৌমা

ওয়েব ডেস্ক: বিশ্বকর্মা পুজো করা নিয়ে বিবাদের জেরে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে ও বৌমা। ছেলেকে গ্রেফতার করেছে পুলিস।

বৃহস্পতিবার রাতে এঘটনা ঘটেছে হুগলির খানাকুলে। বেশ কিছুদিন ধরেই ব্যবসা নিয়ে সমস্যায় ছিলেন খানাকুলের বাসিন্দা ষাট বছরের তারক নাথ ঘড়ুই। এনিয়ে ছেলের সঙ্গে মনোমালিন্যও চলছিল তাঁর। গতকাল বিশ্বকর্মা পুজোর জন্য প্রতিমা নিয়ে আসে ছেলে প্রসেনজিত। তবে পুজোয় রাজি ছিলেন না বাবা। এনিয়ে দুজনের মধ্যে তীব্র বচসা বাধে। অভিযোগ, এরই মধ্যে বাঁশ দিয়ে বাবাকে পেটায় প্রসেনজিত্‍  ও তার স্ত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তারকনাথ ঘড়ুইয়ের। এরপরেই উধাও হয় প্রসেনজিত্‍ ও তার স্ত্রী। পরে খানাকুল থানার পুলিস গ্রেফতার করে প্রসেনজিতকে। দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য।

.