ফব কর্মী খুন, অভিযোগ তৃণমূলের দিকে
নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ফরওয়ার্ড ব্লক কর্মীর। শনিবার সন্ধায় ঘটনা ঘটে বারাসতের রোহান্দা-চন্ডীগরের পালিতপাড়া গ্রামে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।
নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ফরওয়ার্ড ব্লক কর্মীর। শনিবার সন্ধায় ঘটনা ঘটে বারাসতের রোহান্দা-চন্ডীগরের পালিতপাড়া গ্রামে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। মৃতের নাম ইদ্রিশ আলি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাইকে করে ৪ যুবক তাঁর বাড়িতে যায়। তারা প্রথমে বাইরে ডাকে ইদ্রিশ সাহেবকে। তিনি বেরোনর পর, কথাবার্তা চলাকালীন আচমকা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে ওই যুবকরা। ৪টি গুলি লাগে ওই ফরওয়ার্ড ব্লক কর্মীর গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইদ্রিশ আলির।