পাম্প হাউসের জন্য জমি দখল

সিইএসসির পাম্প হাউস গড়ার জন্য কৃষকদের থেকে জোর করে জমি দখলের অভিযোগ উঠল। এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকরাহাটি পঞ্চায়েতে। অভিযোগ হুগলি নদীর ধারে এই পাম্প হাউস গড়ার জন্য গত বছর সতেরোই মার্চ জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়।

Updated By: Nov 5, 2011, 09:13 PM IST

সিইএসসির পাম্প হাউস গড়ার জন্য কৃষকদের থেকে জোর করে জমি দখলের অভিযোগ উঠল। এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকরাহাটি পঞ্চায়েতে। অভিযোগ হুগলি নদীর ধারে এই পাম্প হাউস গড়ার জন্য গত বছর সতেরোই মার্চ জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় তিন দশমিক চার দুই একর জমি নেওয়া হবে। কিন্তু পরে দুই দশমিক এক এক একর জমি অধিগ্রহণ করে সেইমত জমিদাতা কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। অভিযোগ, বাকি এক দশমিক তিন এক একর জমি জোর করে দখল করে কাজ শুরু করে দেয় সিইএসসি কর্তৃপক্ষ । এই জমির জন্য জমি-মালিকদের ক্ষতিপূরণ দেওয়া তো দূরের কথা, কোনওরকম আলোচনাই করা হয়নি। প্রকল্প এলাকার সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি করে কাজ শুরু হয়েছে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ ষাটজন কৃষক আদালতের দ্বারস্থ হচ্ছেন। বিষয়টি নিয়ে ভূমিরক্ষা কমিটির ব্যানারে আন্দোলনও শুরু করেছেন তাঁরা।

.