জলঙ্গিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় অধীর চৌধুরীর নামে এফআইআর

মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় নাম জড়াল অধীর চৌধুরীর। এঘটনায় আজ ২৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় জলঙ্গি থানায়। এফআইআরে সব শেষে নাম রয়েছে অধীর চৌধুরীর। এঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতারা।

Updated By: Apr 10, 2014, 08:29 PM IST

মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় নাম জড়াল অধীর চৌধুরীর। এঘটনায় আজ ২৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় জলঙ্গি থানায়। এফআইআরে সব শেষে নাম রয়েছে অধীর চৌধুরীর। এঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতারা।

তাঁদের প্রশ্ন, ঘটনায় জড়িত থাকলে এফআইআরে সবশেষে কেন অধীর চৌধুরীর নাম যুক্ত করা হল তাছাড়া, ঘটনার দিন অধীর চৌধুরী মুর্শিদাবাদেই ছিলেন না বলে জানিয়েছেন তাঁরা। ভয় পেয়েছে বলেই তাঁকে ভুয়ো মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল, প্রতিক্রিয়া খোদ প্রদেশ কংগ্রেস সভাপতির।

বুধবার মুর্শিদাবাদের জলঙ্গি থানার উদয়নগরে দুষ্কৃতী হামলায়খুন হন তৃণমূল সমর্থক বাদল শেখ। কয়েক মাস আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। খুনের ঘটনায় জড়িত কংগ্রেস সমর্থকেরা, বুধবারই এমন অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে। আজ এই ঘটনায় ২৮ জন কংগ্রেস কর্মীসমর্থকের নামে এফআইআর দায়ের করেন নিহত বাদল শেখের বাবা সাহাবুল শেখ। অভিযুক্তদের তালিকায় ২৮ নম্বরে নাম রয়েছে প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।

তৃণমূল ভয় পাচ্ছে বলেই তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতির। এঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত জহিরুদ্দিন বিশ্বাস এবং আশিস সরকারকে পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর সিজেএম আদালত।

.