মালদায় আক্রান্ত কমিশন-তৃণমূলের স্বীকৃতি বাতিলের দাবিও উঠল

মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই নির্বাচন কমিশনের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। এ ব্যাপারে বিরোধীরা মোটামুটি একমত। তৃণমূলের স্বীকৃতি বাতিলের দাবিও উঠছে। ডিএম, এসপি বদলি নিয়ে কমিশনের কাছে মাথা নোয়াতে বাধ্য হওয়ার পরেই গতকাল বদলা নেওয়ার হুমকি দেন মুখ্যমন্ত্রী।

Updated By: Apr 10, 2014, 07:44 PM IST

মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই নির্বাচন কমিশনের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। এ ব্যাপারে বিরোধীরা মোটামুটি একমত। তৃণমূলের স্বীকৃতি বাতিলের দাবিও উঠছে। ডিএম, এসপি বদলি নিয়ে কমিশনের কাছে মাথা নোয়াতে বাধ্য হওয়ার পরেই গতকাল বদলা নেওয়ার হুমকি দেন মুখ্যমন্ত্রী। ঠিক তার পরের দিনই মালদার মানিকচকে কমিশনের অফিসার-কর্মীদের মারধর করলেন তৃণমূলের নেতা-কর্মীরা। তা-ও আবার প্রার্থীর উপস্থিতিতেই।

মালদার মানিকচকে তৃণমূল প্রার্থীর উপস্থিতিতেই আক্রান্ত নির্বাচন কমিশনের অফিসার-কর্মীরা।

সরকারি এলাকা থেকে মুখ্যমন্ত্রীর ছবি সব হোর্ডিং সরিয়ে দেওয়ায় হাবরার বিডিও-কে হুমকি দিয়ে এসেছিলেন তৃণমূল বিধায়ক ধীমান রায়। মুখ্যমন্ত্রী ছিলেন বিধায়কের পাশেই।

নিয়ম মেনে হোর্ডিং সরিয়ে দেওয়ায় হাওড়াতেও আক্রান্ত হন কমিশনের কর্মীরা। সেটা পয়লা এপ্রিলের ঘটনা। কমিশন একজন জেলাশাসক, দুজন অতিরিক্ত জেলাশাসক আর পাঁচ জন পুলিস সুপারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেই চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী।

যত গর্জালেন তত অবশ্য বর্ষালেন না। পরের দিনই সংবিধান আর আইন মেনে মাথা নত করতে হল মুখ্যমন্ত্রীকে। কিন্তু বুধবারও নির্বাচন কমিশনকে সরাসরি বদলার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী। ঠিক তার পরের দিনই মানিকচকে প্রার্থীর উপস্থিতিতেই আক্রান্ত হলেন কমিশনের অফিসার ও কর্মীরা।

.