'সাহিত্যে গুরুত্ব দিয়েই নরেন্দ্রপুরের জয়', প্রথম দশে ১৯জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, বাড়ল পাসের হার

Updated By: May 29, 2015, 01:18 PM IST
'সাহিত্যে গুরুত্ব দিয়েই নরেন্দ্রপুরের জয়', প্রথম দশে ১৯জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, বাড়ল পাসের হার

২০১৫ মোট পরীক্ষার্থীর সংখ্যা- ৬,৬৯, ৬০৫। পাস করেছে ৫,৪৫,৮৪৪ জন। পাশের হার ৮২.৩৮%। গতবছর মোট পাসের হার ছিল ৭৮.৪২ শতাংশ।
** ছেলেদের পাসের হার ৮২.৯৬%
** মেয়েদের পাসের হার ৮১.৮০ %

এবারে কোনও অসম্পর্ণ রেজাল্ট নেই। জেলার পাসের হারে সবথেকে বেশি পূর্ব মেদিনীপুর।

সেসব জেলায় ছেলেদের থেকে মেয়েদের পাসের হার বেশি সেসব জেলাগুলি হল
১) কলকাতা
২) বর্ধমান
৩) দার্জিলিং
৪) জলপাইগুড়ি
৫) পূর্ব মেদিনীপুর
৬) হাওড়া
৭) হুগলি
৮) বাঁকুড়া

Minority দের পাসের হার ৭৮.০৪%। গত বছর পাসের হার ছিল ৬৯.৮৭ শতাংশ। তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের পাসের হার ৭৭.২৯ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৬৮.৪৭ শতাংশ।

৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে এমন ছাত্র-ছাত্রীর মোট সংখ্যা ২,৩৫,২৬০ জন।

উর্দু, নেপালী ও সাঁও তালি ভাষাভাষি পরীক্ষার্থীদের সর্বোচ্চ নম্বর ও পাসের শতকরা হিসাব

আজ সাড়ে ১০ টা থেকে রাজ্যের ৫৮ টি Distribution কেন্দ্র থেকে মার্কশিট ও প্রশংসাপত্র বিদ্যালয়ের অনুমোদিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। আজকেই প্রত্যেক পরীক্ষার্থী তাদের মার্কশিট ও প্রশংসাপত্র পেয়ে যাবে।

আগামী বছর অর্থাত ২০১৬ উচ্চমাধ্যমিক (OLD & New Syllabus) পরীক্ষার সময় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার প্রোগ্রামের সঙ্গে যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রোগ্রামের সম্পর্ক রয়েছে। এজন্য মাধ্যমিক পরীক্ষার প্রোগ্রাম প্রকাশিত হলেই আমরা সঙ্গে সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রকাশিত হবে। বিস্তারিত প্রোগ্রাম সংসদের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে।

.