উলুবেড়িয়ায় শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও পাঁচ

উলুবেড়িয়া দুই মহিলার শ্লীলতাহানির অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের চার দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে ওই ঘটনায় ধৃত রহিম মোল্লাকে গতকাল তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।

Updated By: Sep 8, 2013, 09:37 PM IST

উলুবেড়িয়া দুই মহিলার শ্লীলতাহানির অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের চার দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে ওই ঘটনায় ধৃত রহিম মোল্লাকে গতকাল তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।
গত পাঁচ সেপ্টেম্বর উলুবেড়িয়ার কাছে ছ নম্বর জাতীয় সড়কে দুই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে একদল যুবক। দুই মহিলার মোবাইলও ছিনতাই করে বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত কোলাঘাটে। একটি ধাবায় খাওয়াদাওয়ার পর আরও তিন পুরুষ সঙ্গীর সঙ্গে চন্দ্রকোনা থেকে গাড়িতে কলকাতায় ফিরছিলেন ওই দুই মহিলা।
অভিযোগ, ওই ধাবা থেকেই মহিলাদের উদ্দেশে কটূক্তি ও অশালীন ইঙ্গিত করছিল ছয় মদ্যপ যুবক। এরপর তারা তিনটি মোটরসাইকেল নিয়ে মহিলাদের গাড়ির পিছু নেয়। শেষে উলুবেড়িয়ার কাছে গাড়ির পথ আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা। গাড়ি থেকে দুই মহিলাকে টেনে নামানোর চেষ্টা করে যুবকরা। বাধা দিতে গেলে আক্রান্ত হন গাড়ির বাকি যাত্রীরাও।

.