গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বিভিন্ন এলাকা
শুখা বাঁকুড়া, পুরুলিয়া জল থইথই। শুধুমাত্র বাঁকুড়াতেই চারটিরও বেশি সেতু জলের তলে। বন্ধ রয়েছে একধিক সড়কে যান চলাচল। জলে ভেসেছে দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ, বর্ধমানে বহু অংশ।
ওয়েব ডেস্ক: শুখা বাঁকুড়া, পুরুলিয়া জল থইথই। শুধুমাত্র বাঁকুড়াতেই চারটিরও বেশি সেতু জলের তলে। বন্ধ রয়েছে একধিক সড়কে যান চলাচল। জলে ভেসেছে দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ, বর্ধমানে বহু অংশ।
গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বিভিন্ন এলাকা। নাগাড়ে বৃষ্টি সঙ্গে বিভিন্ন নদীর থইথই জলে ভয়াবহ পরিস্থিতি বাঁকুড়ার। গন্ধেশ্বরী নদীর পাড় ভেঙে সতীঘাটে ঘরবাড়ি জলের তলায় চলে গেছে। জলের তোড়ে ভেঙেছে বহু পাকা বাড়ি।
বৃষ্টিতে কালভার্ট ধসে গিয়ে অবরুদ্ধ ষাট নম্বর জাতীয় সড়ক। বাঁকুড়ার ডাংমেজিয়ার কালভার্ট ধসে গেছে। রানিগঞ্জ ও বাঁকুড়ায় মাঝে যান চলাচল বন্ধ। অন্যদিকে দ্বারকেশ্বরের জল বেড়ে যাওয়ায় জলের তলায় চলে গেছে বাঁকুড়া- বাঁশি ও বাঁকুড়া- সুরপানগর সংযোগকারী দুটি সেতু। বাঁকুড়া পুয়াবাগনের কাছে উজানি জোড়ের জল রাস্তার ওপর উঠে আসায় যান চলাচল বন্ধ বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কে। শিলাবতী নদীর জলে সেতু ডুবে যাওয়ায় বন্ধ বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কও। ফলে বাঁকুড়া সদর শহরের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন জঙ্গলমহলের বিস্তির্ন এলাকা। সোনামুখীর কাছে শালি নদীর নফরডাঙা সেতু জলমগ্ন হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন সোনামুখী দুর্গাপুর রাজ্য সড়কে। ছাঁদারের কাছে স্থানীয় একটি খালের জল প্লাবিত হয়ে বাঁকুড়া- সোনামুখী যোগাযোগও বিচ্ছিন্ন।
দুর্গাপুরের কাঁদা রোড, মেনগেট, ওয়ারিয়া,তামলা এবং কোকওভেন থানা এলাকার সুমিত পল্লি এলাকা জল মগ্ন। অন্ডালে রেলের আন্ডার পাস জল মগ্ন হওয়ার ফলে মদনপুর, বাসকা শ্রীরামপুর, অন্ডাল গ্রামে যান চলাচল বন্ধ। অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে কয়লা তোলার কাজ বন্ধ হয়ে গেছে।
রানীগঞ্জের বেলুনিয়া ও নূপুরগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলে চাষের জমি জলমগ্ন। রানীগঞ্জ,আসানসোল, জামুড়িয়ার কয়েকটি বড় পুকুরের বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গেছে। আসানসোল গাড়ুই আর নুনিয়া নদীর জল উপচে পড়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছে চাষের জমি। জলমগ্ন উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বিস্তীর্ণ এলাকা। জল জমেছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকাতেও। জমা জলে নাকাল হচ্ছেন রামরাজাতলা, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া সহ বেশ কিছু এলাকার মানুষ।
নদিয়ার হাঁসখালি বাজার, গোবিন্দপুরসহ বেশ কিছু এলাকায় জমে রয়েছে জল। ভীমপুরের কুলগাছি দক্ষিণ পাড়ায় ভেঙে গিয়েছে পঞ্চাশটি কাঁচা বাড়ি। বিদ্যুত্ নেই এলাকায়।