বাজ পড়ে বসিরহাটে চার ফুটবলারের মৃত্যু
খেলার মাঠে বাজ পড়ে মৃত্যু হল চার ফুটবলারের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি চারজন। মৃত্যু হয়েছে অমিত সর্দার, বাপি সর্দার, মিঠুন মুণ্ডা, নারায়ণ মুণ্ডার। প্রত্যেকের বয়স পনেরো থেকে চব্বিশের মধ্যে। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ এক নম্বর ব্লকের দক্ষিণ আখড়াতলার ইটভাটার মাঠে কয়েকজন ফুটবল খেলছিল। হঠাত্ বাজ পড়ে। মাটিতে লুটিয়ে পড়ে কয়েকজন। আটজনকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। বাকি চার জনের চিকিৎসা চলছে।
ওয়েব ডেস্ক: খেলার মাঠে বাজ পড়ে মৃত্যু হল চার ফুটবলারের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি চারজন। মৃত্যু হয়েছে অমিত সর্দার, বাপি সর্দার, মিঠুন মুণ্ডা, নারায়ণ মুণ্ডার। প্রত্যেকের বয়স পনেরো থেকে চব্বিশের মধ্যে। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ এক নম্বর ব্লকের দক্ষিণ আখড়াতলার ইটভাটার মাঠে কয়েকজন ফুটবল খেলছিল। হঠাত্ বাজ পড়ে। মাটিতে লুটিয়ে পড়ে কয়েকজন। আটজনকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। বাকি চার জনের চিকিৎসা চলছে।
ঘটনায় শোকাহত মৃতদের পরিবার ও এলাকাবাসী।