কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

শেষ ভাদ্রে সকাল থেকেই মেঘ-রোদ্দুরের খেলা। বেলা বাড়তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি। তবে আতঙ্কিত হবেন না। উইকেন্ডে ভারী বৃষ্টির জন্য আপনার পুজোর শপিং মার খাওয়ার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, এ বৃষ্টি নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কারণে নয়। এখনও বিদায় নেয়নি বর্ষা। সক্রিয় মৌসুমী বায়ু। সে কারণেই বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় এমন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Updated By: Sep 16, 2016, 10:50 PM IST
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

ওয়েব ডেস্ক: শেষ ভাদ্রে সকাল থেকেই মেঘ-রোদ্দুরের খেলা। বেলা বাড়তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি। তবে আতঙ্কিত হবেন না। উইকেন্ডে ভারী বৃষ্টির জন্য আপনার পুজোর শপিং মার খাওয়ার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, এ বৃষ্টি নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কারণে নয়। এখনও বিদায় নেয়নি বর্ষা। সক্রিয় মৌসুমী বায়ু। সে কারণেই বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় এমন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- দিঘা, মন্দারমণি ও তাজপুরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের

কয়েক দিন আগেই সারা বাংলা জুড়ে বৃষ্টি চলেছে টানা। অনেকেই ভেবেছেন, পুজোর কেনাকাটা কি তাহলে জলে? কিন্তু তেমন আশঙ্কা নেই বলেই মনে হচ্ছে আপাতত।

.