হুগলির প্রাক্তন সিপিআইএম বিধায়ককে অপহরণ, ২ ঘণ্টা পর উদ্ধার করল পুলিস
দলীয় বৈঠক শেষে ফেরার পথে অপহরণ করে মারধর করা হল হুগলিতে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক বিনয় দত্তকে। তাঁকে খুন করার চেষ্টাও হয় বলে অভিযোগ। আজ সন্ধের দিকে খানাকুলের মোস্তাফাপুরে দলীয় সভায় যোগ দিতে যান বিনয় দত্ত।
দলীয় বৈঠক শেষে ফেরার পথে অপহরণ করে মারধর করা হল হুগলিতে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক বিনয় দত্তকে। তাঁকে খুন করার চেষ্টাও হয় বলে অভিযোগ। আজ সন্ধের দিকে খানাকুলের মোস্তাফাপুরে দলীয় সভায় যোগ দিতে যান বিনয় দত্ত।
মোটরবাইকে ফেরার পথে একদল দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করে। এরপর বেশ কিছুক্ষণ নিখোঁজ ছিলেন তিনি। অভিযোগ জানানো হয় খানাকুল থানায়। দু ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে পুলিস।
পরে গলপাই এলাকায় তাঁর খোঁজ মেলে। বিনয় দত্তকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিস। তাঁকে খানাকুল হাসপতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্রে খবর, রাতেই বিনয়বাবুকে আনা হতে পারে আরামবাগে। ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু।
চক্রান্ত করেই হামলা চালানো হয়েছে সিপিআইএমের হুগলি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিনয় দত্তের ওপর। এমনই প্রতিক্রিয়া সূর্যকান্ত মিশ্রের। ঘটনার প্রতিবাদে কাল হুগলি জেলার সর্বত্র মিছিলের ডাক দেওয়া হয়েছে সিপিআইএমের তরফে।