তৈরি গ্লেমপ্ল্যান: বাংলায় বিধানসভা দখলে ঝাঁপাচ্ছে বিজেপি
দুহাজার ষোলোর বাংলায় ক্ষমতা দখলই লক্ষ্য। একশো সত্তরটি আসনকে পাখির চোখ করছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তৈরি গোপন গেমপ্ল্যান।
ব্যুরো: দুহাজার ষোলোর বাংলায় ক্ষমতা দখলই লক্ষ্য। একশো সত্তরটি আসনকে পাখির চোখ করছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তৈরি গোপন গেমপ্ল্যান।
সৌজন্যের সময় শেষ! ২০১৬-য় ঝাঁপাবে বিজেপি!লক্ষ্য ১৭০ আসনে জয়। তৈরি নির্দিষ্ট গেমপ্ল্যান
অগাস্ট থেকেই ঝাঁপাতে হবে বিধানসভা ভোটের জন্য। হয় কাজ কর। নাহয় পথ ছাড়। স্পষ্ট হিসেব কৈলাস বিজয়বর্গীয়র। দায়িত্ব পেয়েই দায়িত্ব ভাগ করে দিয়েছেন তিনি। GFX IN
সুরেশ পূজারি উত্তরবঙ্গ এবং সিদ্ধার্থনাথ সিং দক্ষিণবঙ্গে সংগঠন দেখবেন
এতো গেল বাইরের প্রস্তুতি। বিজেপির অন্দরে খবর, ভোটে জিততে বিজেপির আসল গেমপ্ল্যান সম্পূর্ণ আলাদা।
গোপন গেমপ্ল্যান। পশ্চিমবঙ্গকে ছত্রিশটি সাংগঠনিক জেলায় ভাগ করে নিয়েছে বিজেপি
অগাস্টে ভোপাল থেকে কলকাতায় আসছেন কুড়ি জন বাঙালি বিজেপি নেতা। ছত্রিশটি সাংগঠনিক জেলায় ঘুরে বেড়াবেন ওই কুড়িজন। রাজ্য বিজেপির সঙ্গে ওই কুড়িজন নেতার কোনও যোগাযোগ থাকবে না। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে খবর ওই কুড়িজন নেতা ভোট করানোয় বিশেষজ্ঞ। ব্লকে ব্লকে দুহাজার এগারো, দুহাজার চোদ্দ এবং গত পুরভোটে পর্যালোচনা করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। ভোটভাগের শতকরা হার শাসকদলের ভোট ম্যানেজার ও বাহুবলীদের তালিকা তৈরি করবেন তাঁরা। কুড়িজন প্রতিনিধির রিপোর্টের ভিত্তিতে ডিসেম্বরে রাজ্যে ঢুকবে দশ থেকে কুড়ি হাজার কর্মীর বাহিনী। দুশো চুরানব্বইটি আসনে ছড়িয়ে গোপনে কাজ করবে ওই বাহিনী।
এর বাইরে রয়েছে সংখ্যালঘু ভোটব্যাঙ্কের হিসেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোটব্যাঙ্ককে ঘুরপথে ভাঙানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। অন্য কোনও দল বা মঞ্চকে দিয়ে রাজ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলা হতে পারে।
দুহাজার ষোলোয় রাজ্য বিজেপির প্রচারের দায়িত্ব পেতে পারে এক বা একাধিক কর্পোরেট সংস্থা। দুহাজার চোদ্দর ঢঙেই রাজ্যজুড়ে প্রচারঝড় তুলতে চাইছে বিজেপি। কৈলাস বিজয়বর্গীয়র আশা, পরিকল্পনা মতো চলতে একশো সত্তরটি আসনে জেতা সম্ভব।