গঙ্গাসাগরের আকাশে এবার চক্কর দেবে ড্রোন

গঙ্গাসাগরের আকাশে এবার চক্কর দেবে ড্রোন। পাঠানকোটে জঙ্গি হামলার প্রেক্ষিতে, বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সুরক্ষা ব্যবস্থায়। নিরাপত্তার জন্য সাহায্য নেওয়া হচ্ছে ভারতীয় নৌ বাহিনী ও উপকূল রক্ষী বাহিনীর। মেলার স্লোগান এবছর, পূণ্য স্নান, গঙ্গা স্নান। শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন।... মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের লক্ষ্যে সেজে উঠেছে গঙ্গাসাগর। চারদিক জুড়ে, ছড়িয়ে-ছিটিয়ে তৈরি হচ্ছে হোগলার অস্থায়ী ছাউনি, পানীয় জলের লাইন। লট নম্বর আট-এ, স্থায়ী এক নম্বর জেটি মেরামতির জন্য যাত্রী পারাপার আপাতত বন্ধ। চলে এসেছে প্রচুর ভেসেল। এগুলি চেপেই লক্ষ লক্ষ পুণ্যার্থী পার হবেন মুড়িগঙ্গা নদী। কপিলমুনির মন্দিরের চারপাশে কংক্রিটের ঢালাই পড়েছে। মন্দিরে ঢোকার দু পাশে হাজির নাগা সাধুদের দল। সৌন্দর্যায়নের ছোয়া এখানেও। মন্দির থেকে সাগরতট পর্যন্ত তৈরি হয়েছে পাকা রাস্তা। দুপাশে সারি দিয়ে মনোহারি শাখ, রুদ্রাক্ষের মালার দোকানিরা হাজির। মেলা এখনও শুরু না হলেও, সাগর স্নানে ভিড় এখনই চোখে পড়ার মতো।

Updated By: Jan 9, 2016, 08:50 PM IST
গঙ্গাসাগরের আকাশে এবার চক্কর দেবে ড্রোন

ওয়েব ডেস্ক: গঙ্গাসাগরের আকাশে এবার চক্কর দেবে ড্রোন। পাঠানকোটে জঙ্গি হামলার প্রেক্ষিতে, বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সুরক্ষা ব্যবস্থায়। নিরাপত্তার জন্য সাহায্য নেওয়া হচ্ছে ভারতীয় নৌ বাহিনী ও উপকূল রক্ষী বাহিনীর। মেলার স্লোগান এবছর, পূণ্য স্নান, গঙ্গা স্নান। শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন।... মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের লক্ষ্যে সেজে উঠেছে গঙ্গাসাগর। চারদিক জুড়ে, ছড়িয়ে-ছিটিয়ে তৈরি হচ্ছে হোগলার অস্থায়ী ছাউনি, পানীয় জলের লাইন। লট নম্বর আট-এ, স্থায়ী এক নম্বর জেটি মেরামতির জন্য যাত্রী পারাপার আপাতত বন্ধ। চলে এসেছে প্রচুর ভেসেল। এগুলি চেপেই লক্ষ লক্ষ পুণ্যার্থী পার হবেন মুড়িগঙ্গা নদী। কপিলমুনির মন্দিরের চারপাশে কংক্রিটের ঢালাই পড়েছে। মন্দিরে ঢোকার দু পাশে হাজির নাগা সাধুদের দল। সৌন্দর্যায়নের ছোয়া এখানেও। মন্দির থেকে সাগরতট পর্যন্ত তৈরি হয়েছে পাকা রাস্তা। দুপাশে সারি দিয়ে মনোহারি শাখ, রুদ্রাক্ষের মালার দোকানিরা হাজির। মেলা এখনও শুরু না হলেও, সাগর স্নানে ভিড় এখনই চোখে পড়ার মতো।

.